Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

আমাদের অর্জনসমূহ

 

Ø         ১০৩০৪ জন বেকার যুব ও যুব মহিলা ট্রেডভিত্তিক প্রশিক্ষণ লাভ করে।

Ø         ৪৫৭১ জন বেকার যুব‘র স্ব-কর্মসংস্থান তৈরী হয়।

Ø         কারিগরী প্রশিক্ষণ প্রকল্প ‘টেকাব’ এর মাধ্যমে ৪২ জন বেকার যুব ও যুব মহিলাকে ৩০

দিনের কম্পিউটার প্রশিক্ষণ প্রদান।

Ø         ২ কোটি ৯৩ লক্ষ ১৩ হাজার টাকার যুবঋণ ১২৫২ জনের মধ্যে বিতরণ করা হয়। আদায়ের হার

৯৬.০১%।

Ø         ২১টি যুব সংগঠন অনুদান হিসাবে ৪ লক্ষ ৩ হাজার টাকা এবং ২টি যুব সংগঠনকে ১টি করে

মোট ২টি কম্পিউটার প্রদান করা হয়।

Ø         তালিকাভূক্ত সংগঠন ২২টি  রেজিষ্ট্রেশনপ্রাপ্ত যুব সংগঠন ০৮টি

Ø         যুবঋণের পরিমাণ ৪০ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা এবং ৬০ হাজার টাকা থেকে ১ লক্ষ

টাকায় উন্নীত করা হয়।

Ø         প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের অগ্রাধিকারভিত্তিতে ঋণ সুবিধা প্রদানের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের

       সঙ্গে কর্মসংস্থান ব্যাংক, জনতা ব্যাংক ও আইএফ আইসি ব্যাংক এবং এনআরবিসি ব্যাংক এর সাখে এম ই ও চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

Ø    সাম্প্রতিককালে দিনাজপুর জেলাধীন বিরল উপজেলা যুব উন্নয়ন অফিস হতে তিনজন প্রকল্পধারীকে দেড় লক্ষ টাকা করে উদ্যোক্তা ঋণ প্রদান করা হয়।

Ø     জাতীয় যুব কাউন্সিল বিধিমালা ২০২১ অনুযায়ী ২০২৩ হতে ২০২৪ মেয়াদে দুই বছরের জন্য পঁচাত্তর সদস্যবিশিষ্ট জাতীয় যুব কাউন্সিলের সাধারণ পরিষদ গঠন করা হয়। গঠিত সাধারণ পরিষদে দিনাজপুর জেলার একমাত্র প্রতিনিধি হিসাবে বিরল উপজেলার নারী ক্লাবের সংগঠক              জনাব মোছাঃ মাহবুবা আক্তার, বিরল, দিনাজপুর নির্বাচিত হয়েছেন।

Ø     বিরল উপজেলাধীন গড়ুরগ্রাম ছাত্র কল্যাণ সংঘের শ্রেষ্ঠ যুব সংগঠক জনাব মো: আবু রাসেল হুদা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক ক্যাটাগরীতে ২য় স্থান অধিকার করে জাতীয় যুব পুরস্কার গ্রহণ করেছেন। তিনি গত ০১ নভেম্বর জাতীয় যুব            দিবস ২০২২ এর অনুষ্ঠানে মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নিকট হতে পুরস্কারের ৯০,০০০/-(নব্বই হাজার) টাকার চেক ও সন্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।