Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণের বিস্তারিত

 

প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের যোগ্যতাt* ১৮-৩৫ বছর বয়সী বেকার যুবক ও যুবমহিলা।* শিক্ষাগত যোগ্যতা নুন্যতম অষ্টম শ্রেণী হতে স্নাতক।* স্থায়ী বাসিন্দা হতে হবে।

 

অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের বিষয়সমূহ t # মোবাইল ফোন মেরামত।  # মাশরুম চাষ। # নার্সারী # গরু মোটাতাজাকরণ। # গাভী পালন। # ব্লক-বাটিক # নকশী কাঁথা। # মোমবাতি তৈরি। # হাঁস-মুরগী পালন # উন্নত চুলা তৈরি। # হস্তশিল্প # গবাদিপশুর খাদ্য তৈরি। # পোল্ট্রি খাদ্য তৈরি # এ্যামব্রয়ডারী। # পারিবারিক সবজি চাষ। # মৌ চাষ # মৎস্য চাষ # সমন্বিত মৎস্য চাষ # ফুল চাষ # ফলের চাষ # কম্পোষ্ট সার তৈরী # গাছের কলম তৈরী # কাগজের ব্যাগ ও ঠোঙ্গা তৈরী # পাটজাত পণ্য তৈরী # চাইনিজ ও কনফেক্সনারী # রিক্সা,সাইকেল ও ভ্যান মেরামত #কোয়েল পালন # কবুতর পালন # ছাগল পালন প্রভৃতি।

 

প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের বিষয়সমূহঃ* গবাদিপশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস চাষ ও কৃষি বিষয়ক আবাসিক প্রশিক্ষণ (মেয়াদ : ৩ মাস ) * আধুনিক অফিস ব্যবস্থাপনা ও কম্পিউটার এ্যাপ্লিকেশন (মেয়াদ : ৬ মাস)।* কম্পিউটার বেসিক কোর্স (মেয়াদ : ৬ মাস)। * পোশাক তৈরি (মেয়াদ : ৩ মাস)। * মৎস্য চাষ (মেয়াদ : ১ মাস )। * ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং ও ইলেকট্রনিক্স (মেয়াদ: ৬ মাস)। *রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং * ইলেক্ট্রনিক্স প্রশিক্ষণ * ব্লক বাটিক ও স্ত্রীন প্রিন্টিং * বিউটিফিকেশন এন্ড হেয়ার কাটিং প্রশিক্ষণ * দুগ্ধবতী গাভী পালন ও গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ * নার্সারী ও ফলগাছের বংশ বিস্তার এবং ফলবাগান তৈরী ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ * বানিজ্যিক ভিত্তিতে বিভিন্ন ফুল ও সবজী চাষ,সংগ্রহ,সংরক্ষণ ও বিপনণ ব্যবস্থাপনা প্রশিক্ষণ *মোবাইল সার্ভিসিং এন্ড রিপিয়ারিং প্রশিক্ষণ * হস্তশিল্প প্রশিক্ষণ * কম্বল তৈরী প্রশিক্ষণ * কম্পিউটার গ্রাফিক্স প্রশিক্ষণ *সোয়েটার নিটিং প্রশিক্ষণ * ফুট প্রসেসিং প্রশিক্ষণ প্রভৃতি।

 

যুবঋণের পরিমাণঃ অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ক্ষেত্রে যুবঋণের পরিমাণ ৪০ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ক্ষেত্রে যুবঋণের পরিমাণ ৬০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকায় উন্নীত করা হয়।